বাংলাদেশের সিএমএসএমই উদ্যোক্তাদের এবং এসএমই পণ্যের ক্রেতাদের আস্থা অর্জন করেছে Oikko Foundation এর অনন্য উদ্যোগ oikko.com.bd সুবিশাল এবং সুবৃহৎ এসএমই অনলাইন মার্কেটে বিভিন্ন সময় এসএমই উদ্যোক্তাদের পণ্য নিয়ে ক্রেতাদের জন্য ঐক্যের থাকে ভিন্নধর্মী সব আয়োজন।

বৈশ্বিক মহামারীর আঘাতে বিশ্ব ব্যবসায় যে স্থবিরতা এবং পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে এসএমই উদ্যোক্তাদের পণ্যে বাংলাদেশের সবচাইতে বড় ধামাকা অফার Oikko.com.bd “রমজান ধামাকা অফার”

এসএমই উদ্যোক্তাদের শত শত পণ্য এবার সর্বোচ্চ ৫০% ডিসকাউন্টে এ কিনতে পারবেন ক্রেতারা।
সিরামিক সামগ্রী, কুকওয়্যার, হোম ডেকর, ফ্যাশন ওয়্যার, নকশীকাঁথা, জামদানি, বেনারসি, অর্গানিক চা, হ্যান্ডমেড মসলা, উৎসবের খাবার, অর্নামেন্টস, কার্পেট, জেন্টস এন্ড লেডিস ফুটওয়্যার, অফিস এক্সেসরিজ, বেল্ট, মানিব্যাগ, ওয়ালেট, শাড়ি, অফিসব্যাগ, সালোয়ার কামিজ, এক্সক্লুসিভ জুট প্রোডাক্টসহ শত শত লাইফ স্টাইল পণ্যে ক্রেতারা পাবেন সর্বোচ্চ ৫০% ডিসকাউন্ট।



Oikko.com.bd রমজান ধামাকা অফার দেশের প্রথম এসএমই পণ্যের এক্সক্লুসিভ ডিসকাউন্ট অফার। যা এসএমই পণ্যের প্রচার প্রসার ও বিক্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশের ক্রেতাদের এসএমই পণ্য কিনতে আগ্রহী করে তুলবে এই অভিনব আয়োজন।

২৮ এপ্রিল থেকে ৫ মে ৮ দিন এই ধামাকা অফারে ক্রেতারা পণ্য কিনতে পারবে শুধুমাত্র oikko.com.bd এসএমই অনলাইন মার্কেট থেকে।